কুড়িগ্রামে শীতার্তদের মাঝে ল্যাবএইডের কম্বল বিতরণ
“ কম্বল পেয়েছি। এইবার শীতটা একটু আরামে কাটবে।”
কুড়িগ্রামে শীতার্তদের মাঝে ল্যাবএইডের কম্বল বিতরণ
সময় তখন সকাল আনুমানিক সাড়ে ৯টা । কুড়িগ্রামের নাগেশ্বরী কলেজের মাঠে তখনো কুয়াশার আধিক্য। কলেজের মাঠে নারী পুরুষের অনেক বড় দুটি লাইন। নারীদের লাইনের একেবারে শেষের দিকে খুব অসহায় ভঙ্গিতে দাঁড়ানো এক বৃদ্ধা, বয়স প্রায় সত্তরের কাছাকাছি। নাম জিঞ্জেস করে জানা গেল মনোয়ারা বানু। প্রশ্ন করলাম এখানে কিসের জন্য লাইনে দাড়িয়েছেন? উত্তরে তিনি বললেন, “ কম্বল নিতে এসেছি। এই শীতে খুব কষ্টে আছি বাবা । এই কম্বল পেয়ে শীতে একটু ভালো থাকতে পারবো ।”
শুধু মনোয়ারা বানুই নয়। এরকম শীতার্ত প্রায় এক হাজার নারী পুরুষের শীতের কষ্ট লাঘব করতে গত ৩১ জানুয়ারি ২০১৬ তারিখে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী ডিগ্রি কলেজের মাঠে কম্বল বিতরণ করে ল্যাবএইড ফাউন্ডেশন।
ল্যাবএইড কর্তৃপক্ষ, ডাক্তার ও কর্মকর্তাদের সকলের অংশগ্রহনে এই কম্বল বিতরন কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।
ল্যাবএইড ফাউন্ডেশনের পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন মো: মনোয়ার হোসেন ও মো: বাবুল আক্তার । এসময় ল্যাবএইডের অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
শীতার্তদের মাঝে ল্যাবএইড ফাউন্ডেশনের কম্বল বিতরনকালে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার চেয়ারম্যান মো: আবুল কাশেম সরকার, নাগেশ্বরী ডিগ্রী কলেজের অধ্যাপক মো : আজহারুল ইসলাম আল-আমিনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা।
কম্বল পেয়ে মনোয়ারা বানু হাসি মুখে জানিয়ে গেলেন, “ কম্বল পেয়েছি। এইবার শীতটা একটু আরামে কাটবে।”
Date of Published : 2/4/2016 5:32:19 PM. .
Back