সুস্থ হয়ে ল্যাবএইড ছাড়লেন প্রখ্যাত ভাস্কর শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী
সুস্থ হয়ে ল্যাবএইড হাসপাতাল ছাড়লেন দেশের প্রখ্যাত ভাস্কর শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী।গত ২০ জানুয়ারি ২০১৬ ইং তারিখে ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনি ও নার্ভের সমস্যা নিয়ে তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।
প্রায় পাঁচ দিনের চিকিৎসা সেবা নিয়ে তিনি এখন অনেকটাই সুস্থ। এই পাচঁ দিন তিনি ল্যাবএইডে ডাঃ মামুন-আল-মাহতাব (স্বপ্নীল) এর অধীনে চিকিৎসাধীন ছিলেন।গত ২৪ জানুয়ারি ২০১৬ ইং তারিখে তিনি ল্যাবএইড হাসপাতাল ছেড়ে তার পরিবারের সদস্যদের কাছে নিজের বাসায় ফিরে গেছেন।
দেশের প্রখ্যাত এই ভাস্করের দ্রুত আরোগ্য লাভে সংস্কৃতি অঙ্গনের সকলের সাথে ল্যাবএইড কর্তৃপক্ষও অনেক আনন্দিত।ল্যাবএইড পরিবার ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিনীর একটি সুস্থ ও দীর্ঘ জীবনের প্রত্যাশা করছে।
Date of Published : 1/26/2016 5:53:47 PM. .
Back