বই পেল শেফালী
ল্যাবএইড স্বাস্থ্যসেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ কার্যক্রমের আওতায় সম্প্রতি গরীব মেধাবী একজন মেডিকেল শিক্ষার্থী শেফালীর স্বপ্ন পূরনে সহযোগিতার হাত বাড়িয়েছে ল্যাবএইড কর্তৃপক্ষ। যা গত ২৫ অক্টোবর প্রথম আলোতে তুলে ধরেছিল এই শিক্ষার্থীর অধরা স্বপ্নের গল্প। এর’ই ধারাবাহিকতায় গতকাল ল্যাবএইড এর প্রধান কার্যালয়ে বই তুলে দেওয়া হয় শেফালীর হাতে। এছাড়া তাঁর পড়ালেখা খরচ বাবদ প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে প্রদান করছে। বই হাতে পেয়ে শেফালী ল্যাবএইড ও প্রথম আলো কর্তৃপক্ষকে স্বপ পূরনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। এবং তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকবার প্রত্যয় ব্যক্ত করেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আবদুল কাইয়ূম মুকুল ও ল্যাবএইউ গ্রুপের প্রশাসনিক উপদেষ্টা ব্রিগেঃ জেনাঃ (ডাঃ) মঞ্জুর এ. মোল্লা (অবঃ), ব্রান্ড এন্ড কমিউনিকেশনের জেষ্ঠ্য ব্যবস্থাপক সাইফুর রহমান লেনিন এবং ল্যাবএইড ফার্মার প্রধান বিপণন কর্মকর্তা মিতা বোস ।
Date of Published : 3/3/2014 2:26:12 PM. .
Back