কবি ওমর আলীর পাশে ল্যাবএইড
কবি ওমর আলী। বাংলা ভাষাভাষী মানুষের কাছে অতিপরিচিত নাম। মাটি, মানুষ, প্রকৃতি তার কবিতার প্রধান উপজীব্য। পাবনা শহরের অদূরে পদ্মার চর ঘেরা চরশিবরামপুর গ্রামে ১৯৩৯ সালে তাঁর জন্ম। মাতৃহারা শিশুটির বেড়ে ওঠা দাদা-দাদী ও চাচা-চাচীদের স্নেহের পরশে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবন শুরু দৈনিক সংবাদের বার্তা বিভাগে। অধ্যাপনা শুরু করেন বগুড়ার নন্দীগ্রাম কলেজে। বিভিন্ন সরকারি কলেজে প্রায় তিন দশক অধ্যাপনা করে অবসর গ্রহণ করেন। বর্তমানে বাস করছেন পাবনা শহরের অদূরে চরকোমরপুর গ্রামে। এরমধ্যে ২০১২ সালের ২৩ মার্চ মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হন। তারপর থেকেই শয্যাশায়ী। টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না। গত ২১ অক্টোবর একটি জাতীয় দৈনিকে কবি ওমর আলীকে নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি চিকিৎসার উদ্যোগ নেন। পরে প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে কবির ওমর আলীর পুরো চিকিৎসার দায়িত্ব নেন ল্যাবএইড-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম। তিনি জানান, ‘কবি ওমর আলীর চিকিৎসার যাবতীয় সুবিধা দেবে তার প্রতিষ্ঠান। সুস্থ না হওয়া পর্যন্ত তার চিকিৎসা চালিয়ে যাবে ল্যাবএইড কর্তৃপক্ষ।’
কবির পরিবার ল্যাবএইডের আহবানে সাড়া দিয়ে তাকে ঢাকায় নিয়ে আসে। গত ২৩ অক্টোবর রাত ৯টায় তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। ল্যাবএইড হাসপালে ভর্তির পর তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। নিউরো মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আশরাফ আলীর তত্ত্বাবধানে চার সদস্যের মেডিক্যাল টিম তাকে চিকিৎসা দিয়েছেন। বিশেষজ্ঞের মতে, স্ট্রোকে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসা না পেয়ে ডান পা ও হাত প্রায় অবশ হয়ে গেছে। তবে দীর্ঘদিন ধরে ফিজিওথেরাপি ও চিকিৎসাসেবা পেলে অনেকটাই উন্নতি হওয়ার সম্ভবনা রয়েছে। গত ২ নভেম্বর কবি বাড়ি ফিরে যান। ল্যাবএইড ফাউন্ডেশন প্রতি মাসে তার যাবতীয় চিকিৎসা খরচ বহন করে চলেছে।
Date of Published : 3/3/2014 2:08:29 PM. .
Back