মোড়ক উন্মোচন হল ‘সোনালী সুন্দরীর দেশে বিশ্বকাপ’ বইয়ের



No Photo

গত ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ইং তারিখে মোড়ক উন্মোচন করা হল ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ এম শামীমের বিশ্বকাপ ফুটবল ২০১৪ এর উপর লেখা ‘সোনালী সুন্দরীর দেশে বিশ্বকাপ’ বইটির। ল্যাবএইড গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) এর অ্যালামনাইদের নিয়ে আয়োজিত মেঘনা নদীতে এক নৌভ্রমনে তিনি তার লেখা বইটির মোড়ক উন্মোচন করেন। মোড়ক উন্মোচনকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ, সাংবাদিক আবু সাইদ ও সাংবাদিক সেলিম সামাদ। এছাড়া সে সময় আরো উপস্থিত ছিলেন সংগীত শিল্পী মাহমুদুজ্জামান বাবু, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার গনি চৌধুরী, রেজিষ্টার  অধ্যাপক ইকরাম-উদ-দৌলা, এডভাইজার অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, স্কুল অব বিজনেস ও সোশ্যাল স্ট্যাডিস এর ডিন অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী, আইন বিভাগের এডভাইজার ড. অধ্যাপক আসিফ নজরুল ও সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্ট্যাডিস বিভাগের এডভাইজার  অধ্যাপক  ড. রোবায়েদ ফেরদৌস।



Date of Published : 2/18/2015 5:33:26 PM. .

Back


Follow Us

twitter facebook linkedin Blog youtube youtube
@ GO

Sign up if you would like to receive occasional treats from us.


Plot # 01 & 03, Road # 04, Dhanmondi.
Dhaka 1205, Bangladesh
© 2015 Labaid Group. All rights reserved. Powered by Labaid IT