কুড়িগ্রামে শীতার্তদের মাঝে ল্যাবএইডের কম্বল বিতরণ
গত ২৪ জানুয়ারি ২০১৫ তারিখে কুড়িগ্রামের মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় বন্যা আশ্রয় কেন্দ্রের মাঠে প্রায় ১২শ শীতার্ত নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করে ল্যাবএইড ও তার সহযোগী অঙ্গপ্রতিষ্ঠান স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)। ল্যাবএইড গ্রুপের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীদের দেয়া অর্থ দিয়ে কেনা এ সকল কম্বল এই তীব্র শীতের মাঝেও কিছুটা হাসি ফোঁটাতে পেরেছিল কুড়িগ্রামের চর অঞ্চলের হতদরিদ্র অসহায় শীতার্ত মানুষের মুখে। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ল্যাবএইড গ্রুপের পক্ষে সাইফুর রহমান লেনিন, এ জি এম, কর্পোরেট কমিউনিকেশন এবং মোগলবাসা ইউনিয়নের চেয়ারম্যান ডা: মো: এনামুল হক। সে সময় ল্যাবএইড গ্রুপের অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা ও গ্রামের আরো গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Date of Published : 1/27/2015 12:50:40 PM. .
Back