ফরিদপুরে ল্যাবএইড ডায়াগনস্টিক শাখার উদ্বোধন



No Photo

গত ৮ নভেম্বর শনিবার ফরিদপুরে ল্যাবএইড ডায়াগনস্টিক শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ফরিদপুরের নীলটুলিতে সকাল ১১ টায় ফিতা কাটার মধ্য দিয়ে ফরিদপুর ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের শাখা উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন, এমপি, ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ এম শামীম ও ল্যাবএইড গ্রুপের পরিচালক,মার্কেটিং ও হেড অফ অপারেশন, আল-এমরান চৌধুরী।

পরবর্তীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন,এমপি। সভার সভাপতিত্ব করেন ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ এম শামীম।

এসময় মঞ্চে আরও উপবিষ্ট ছিলেন ফরিদপুর জেলার জেলা প্রশাসক সরদার শরাফত আলী, ফরিদপুর জেলার পুলিশ সুপার মো: জামিল হাসান ও  ফরিদপুর সদরের উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার গন্যমান্য ব্যক্তিরা ।



Date of Published : 11/12/2014 9:31:23 AM. .

Back


Follow Us

twitter facebook linkedin Blog youtube youtube
@ GO

Sign up if you would like to receive occasional treats from us.


Plot # 01 & 03, Road # 04, Dhanmondi.
Dhaka 1205, Bangladesh
© 2015 Labaid Group. All rights reserved. Powered by Labaid IT