বন্যাদুর্গতদের পাশে ল্যাবএইড
গত ১৬ সেপ্টেম্বর ২০১৪ জামালপুরের দেওয়ানগঞ্জ ইউনিয়নের বীর হলকা উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১ হাজার নারী পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে ল্যাবএইড।
ল্যাবএইড গুরুপের ডাক্তার ও কর্মকর্তাদের দেয়া বিপুল পরিমান কাপড় এবং কতৃপক্ষের দেয়া শুকনো খাবার (চিড়া, গুড়), মোম, দেয়াশলাই, স্যালাইন বিতরণ করা হয় বন্যার্তদের মাঝে।
বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন মনিরুল ইসলাম ভুঁইয়া, জি এম (সেলস), ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস লি:, সাইফুর রহমান লেনিন, এ জি এম, কর্পোরেট কমিউনিকেশন, ল্যাবএইড গুরুপ, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ, নুরন্নবি অপু, মেয়র, দেওয়ানগঞ্জ পৌরসভা, আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান, দেওয়ানগঞ্জ।
Date of Published : 9/22/2014 12:26:10 PM. .
Back