শেফালীর দায়িত্ব নিল ল্যাবএইড



No Photo

ল্যাবএইড স্বাস্থ্যসেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ কার্যক্রমের আওতায় সম্প্রতি গরীব মেধাবী একজন শিক্ষার্থীর স্বপ্ন পূরনে সহযোগিতার হাত বাড়িয়েছে ল্যাবএইড কর্তৃপক্ষ। গত ২৫ অক্টোবর প্রথম আলো পত্রিকাটি তুলে ধরে একজন শিক্ষার্থীর অধরা স্বপ্নের গল্প। নাম তার শেফালী আক্তার। পাবনা জেলার বেড়ামারা উপজেলার সাঠিয়াকলা গ্রামের মেয়ে শেফালী। পিতৃহারা অভাবের সংসারে নানা প্রতিকূলতার মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় জিপিএ ৫ পায়। এমনকি ভর্তি পরীক্ষায় জায়গা করে নেয় সরকারি মেডিকেল কলেজের মেধা তালিকায়। এতদিন প্রাইভেট পড়িয়ে ও তাঁতের চরকা কেটে পড়াশেনার খরচ মিটিয়েছেন। বাদ সাধে তার দরিদ্র পরিবারের অভাব অনটন। কারণ মেডিকেল কলেজে পড়া বেশ ব্যয়বহুল। বড় ভাই একসময় নিরাপত্তা রক্ষীর  কাজ করলেও বর্তমানে গ্রামে তাঁতের কাজ করছেন। তাতে আর কতটুকুই বা আয় হয়। এই ভাইয়ের ওপরই পুরো পরিবারের দাায়িত্ব। অন্য দিকে ছোট ভাইবোন পড়ালেখা করছে। সব মিলিয়ে যখন স্বপ্ন ভাঙ্গার পালা তখনি হাত বাড়িয়ে দেয় ল্যাবএইড-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম। ল্যাবএইড ফাউন্ডেশন শেফালী আক্তারের মেডিকেল কলেজে পড়ালেখা চালিয়ে যেতে প্রতি মাসে নির্দিষ্ট আর্থিক সহযোগিতা ও বইপত্রের খরচও বহন করবে। গত ১৪ নভেম্বর প্রথম আলো কার্যালয়ে ল্যাবএইডের ব্যবস্থাপনা পরিচালক আনুষ্ঠানিকভাবে সহায়তাসংক্রান্ত চিঠি শেফালী আক্তারের হাতে তুলে দেন।



Date of Published : 3/3/2014 2:22:49 PM. .

Back


Follow Us

twitter facebook linkedin Blog youtube youtube
@ GO

Sign up if you would like to receive occasional treats from us.


Plot # 01 & 03, Road # 04, Dhanmondi.
Dhaka 1205, Bangladesh
© 2015 Labaid Group. All rights reserved. Powered by Labaid IT