মিয়ানমারের বাস্তচ্যুত অসহায় মানুষের চিকিৎসা সহায়তা প্রদান কর্মসূচি
৮ অক্টোবর দুপুর ১২ টায় ল্যাবএইড ফাউন্ডেশনের উদ্যোগে বালুখালীর জুমেরছড়ায় মিয়ানমারের বাস্তুচ্যুত অসহায় মানুষের চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যে মাসব্যাপী "ল্যাবএইড মেডিকেল ক্যাম্প"-এর উদ্বোধন করা হয়। এই কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য সায়মম সারোয়ার কমল ও খোরশেদ আরা হক এবং সি ও, উখিয়া লে. কর্ণেল মইনুল হক। ল্যাবএইড মেডিক্যাল ক্যাম্পে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ পর্যন্ত রোগীদের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম চলবে।
Date of Published : 10/14/2017 1:48:18 PM. .
Back