ল্যাবএইড কর্পোরেট হাসপাতাল-ভিসতারা আর্কিটেক্ট এর মধ্যে চুক্তি স্বাক্ষর
গত ২২ মার্চ ২০১৬ তারিখে ল্যাবএইড কর্পোরেট হাসপাতাল ও ভিসতারা আর্কিটেক্ট (প্রাঃ) লিঃ এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ এম শামীম ও ভিসতারা আর্কিটেক্ট (প্রাঃ) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা খালিদ পলাশ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি পত্রে স্বাক্ষর করেন।
এই চুক্তির ফলে রাজধানীর বারিধারায় প্রস্তাবিত ৫০০ শয্যার অত্যাধুনিক ল্যাবএইড কর্পোরেট হাসপাতালের ভবন নির্মাণের সকল নকশার কাজ দেশের প্রখ্যাত আর্কিটেক্ট প্রতিষ্ঠান ভিসতারা তৈরী করবে।
এসময় দুই প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
Date of Published : 3/24/2016 4:48:41 PM. .
Back