ল্যাবএইড গ্রুপের ‘বেস্ট পারফর্মার অব দ্যা ইয়ার-২০১৫’ এর পুরষ্কার প্রদান
গত ৩১ অক্টোবর ২০১৫ তারিখে ল্যাবএইড গ্রুপ তার প্রতিষ্ঠানের সকল কর্মীদের মাঝ থেকে সারা বছরের কাজের মূল্যায়ন করে প্রতিষ্ঠানের স্বার্থে সবচেয়ে ভাল কাজের স্বীকৃতি হিসেবে ‘বেস্ট পারফর্মার অব দ্যা ইয়ার-২০১৫’ এর পুরষ্কার প্রদান করেছে। এবছরে প্রতিষ্ঠানের পক্ষে সব চেয়ে ভাল কাজ করে পুরষ্কারটি অর্জন করেন ল্যাবএইড গ্রুপের বিজনেস ডেভলাপম্যান্ট বিভাগের এ জি এম আফসানা ইয়াসমিন। ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম পুরষ্কারের স্বীকৃতি হিসেবে তাকে নগদ এক লক্ষ টাকা প্রদান করেন।
ল্যাবএইড গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্টেট ইউনিভার্সিটির ধানমন্ডি শাখায় প্রতিষ্ঠানটির কর্পোরেট সেমিনারে এই পুরষ্কারটি প্রদান করা হয়। এসময় ল্যাবএইড গ্রুপের সকল উচ্চ পদস্থ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
Date of Published : 11/10/2015 11:14:06 AM. .
Back