ল্যাবএইডে ‘বিশ্ব স্ট্রোক দিবস ২০১৫’ এর উপর সেমিনার
গত ২৯ অক্টোবর ‘বিশ্ব স্ট্রোক দিবস ২০১৫’ উপলক্ষ্যে ল্যাবএইড হাসপাতালের অডিটোরিয়ামে এক সেমিনারের আয়োজন করা হয় । এ বছর এ দিবসের প্রতিপাদ্য ‘ও ধস ড়িসধহ’ । প্রতি পাঁচজন নারীর মধ্যে একজন স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন। আর স্ট্রোকে মারা যাওয়া প্রতি দশজনের মধ্যে ছয়জনই নারী।
এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. দীন মোহাম্মদ নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক মনসুর হাবীব, ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সাইন্স ঢাকার নিউরোলজি বিভাগের অধ্যাপক অধ্যাপক ডাঃ মো: আজহারুল হক, বঙ্গবন্ধু শেখ মজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি
Date of Published : 11/10/2015 11:11:08 AM. .
Back