ধন্যবাদ হে হৃদপিণ্ড অামার



No Photo

অাজ ১৩ অক্টোবর ২০১৫। গত বছর এই দিনে অামি ছিলাম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। হার্ট এ্যাটাকে অাক্রান্ত হয়ে ল্যাব এইড কার্ডিয়াক হসপিটালে ভর্তি হয়েছিলাম। অামার হার্টের বাইপাস সার্জারির মাধ্যমে অামাকে সারিয়ে তুলেছিলেন সার্জন ডা লুৎফর রহমান, ডা বরেন চক্রবর্তী ও ডা মাহবুবসহ অারও অনেকে। নার্সদের প্রতিও অামি কৃতজ্ঞ।

ল্যাব এইড হাসপাতাল কর্তৃপক্ষ বিনা মূল্যে অামার চিকিৎসা করেছিল। অামি তাদের কথা ভুলব না। 
পরে, কিছুটা সুস্খ হওয়ার পথে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী অামাকে তাঁর কল্যাণ তহবিল থেকে ২০ লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র প্রদান করে অামাকে বাধিত করেন।

১ম ছবিতে বাম থেকে ডা লুৎফর রহমান, ডা মাহবুব ও ডা লেখক বরেণ চক্রবর্তীকে দেখা যাচ্ছে অামার সংগে।
২য় ছবিতে বাইপাস অপারেশন সফলভাবে শেষ করার পর উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং করছেন ডা লুৎফর রহমান।
৩য় ছবিতে অামাকে প্রধানমন্ত্রীর কাছ থেকে সাহায্যপত্র গ্রহণ করতে দেখা যাচ্ছে।
যারা অামার রোগমুক্তির জন্য প্রার্থনা করেছেন, যারা নানাভাবে অামাকে সাহায্য করেছেন, অামার জীবনের চরম দুঃসময়ে যারা অামার পাশে দাঁড়িয়েছেন-- তাঁদের সবাইকে অামি অান্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

নয়া গাঁও
১৩ অক্টোবর ২০১৫



Date of Published : 10/15/2015 1:23:12 PM. .

Back

Follow Us

twitter facebook linkedin Blog youtube youtube
@ GO

Sign up if you would like to receive occasional treats from us.


House- 01 & 03, Road-04, Dhanmondi.
Dhaka 1205, Bangladesh
© 2015 Labaid Group. All rights reserved. Powered by Labaid IT