ল্যাবএইডে বিনা অপারেশনে শিশুদের জন্মগত হৃদরোগ ও চিকিৎসা সংক্রান্ত কর্মশালা
গত ২ এপ্রিল বৃহস্পতিবার ২০১৫ ইং তারিখে রাজধানীর ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল ও লাইফটেক সাইন্টিফিকের আয়োজনে বিনা অপারেশনে শিশুদের জন্মগত হৃদরোগ চিকিৎসা সংক্রান্ত এক দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।
ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ডাঃ এম আর খান। ডাঃ আব্দুজ জাহেরের সভাপতিত্বে কর্মশালায় বক্তা হিসেবে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ নুরুন্নাহার ফাতেমা ও ভারতের এসকোর্টস হার্ট ইন্সটিটিউট ও রিচার্স সেন্টারের ডাঃ সিতারাম রাধাকৃঞ্চ।
কর্মশালাটি সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ।এসময় বিনা অপারেশনে শিশুদের জন্মগত হৃদরোগ চিকিৎসার দুটি লাইভ কেস ও প্রদর্শন করা হয়। কর্মশালাতে দেশি বিদেশি অভিজ্ঞ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টগণ অংশগ্রহন করেন। কর্মশালাতে ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ এম শামীম এবং ল্যাবএইড গ্রুপের পরিচালক, মার্কেটিং ও হেড অব অপারেশন আল-এমরান চৌধুরীও উপস্থিত ছিলেন।
Date of Published : 4/4/2015 5:45:04 PM. .
Back